বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রমেক হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালক ওএসডি 

রংপুর ব্যুরো

রমেক হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালক ওএসডি 

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলী ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মজিদুল ইসলামকে বদলি করা হয়েছে। 

সোমবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার্সোনাল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে এই দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। একই সঙ্গে এই দুই কর্মকর্তাকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

গত শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে আসেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে যান। 

তার একদিন পরেই হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালকের বদলির আদেশ হয়। রাষ্ট্রপতির নির্দেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলা হয় প্রজ্ঞাপনে।

টিএইচ